সায়েফিন আহমেদ ফিরোজ(ক্রিড়া প্রতিবেদক)।
নিজেদের ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে পাকিস্তান। বুধবার দিবাগত রাতে তারা শেষ ওভারে ৫ উইকেটে হারিয়েছে সফরকারীদের। আর সেটা সম্ভব হয়েছে খুশদীল শাহর ব্যাটিং ঝড়ে।
শেই হোপের অনবদ্য ১২৭ রানের ইনিংসে ভর করে উইন্ডিজ আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৩০৫ রান তোলে। জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই ফখর জামানের উইকেট হারায় পাকিস্তান। এরপর ইমাম-উল-হক ও বাবর আজম ১০৩ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। ১২৯ রানের মাথায় অপ্রয়োজনীয় রিভার্স সুইপ করতে গিয়ে ব্যক্তিগত ৬৫ রানে আউট হন ইমাম।
এরপর বাবর ও মোহাম্মদ রিজওয়ান মিলে দলীয় সংগ্রহকে টেনে নেন ২৩৭ রান পর্যন্ত। তৃতীয় উইকেটে ১০৯ রানের জুটি গড়া এই দুই ব্যাটসম্যান অল্প সময়ের ব্যবধানে আউট হন। বাবর ২৩৭ রানে আউট হন ১০৭ বলে ১০৩ রান করে। আর রিজওয়ান ২৫৬ রানে আউট হন ৫৯ রান করে। তখন জেতার জন্য ৩২ বলে ৫০ রান প্রয়োজন ছিল পাকিস্তানের।
খুশদীল শাহের ঝড়ো ২৩ বলে ৪১ রানের ইনিংসে ৪ বল বাকি থাকতে পাকিস্তানের জয় এনে দেয়।ম্যাচ সেরা খুশদীল শাহ।
বল হাতে পাকিস্তানের হয়ে হ্যারিস রউফ ৭৭ রান খরচে নেন ৪ উইকেট এবং শাহীন শাহ আফ্রিদি নেন ৫৭ রানে ২ উইকেট।ওয়েস্ট ইন্ডিস এর আলজারি যোসেপ ৫৫ রানে নেন ২ উইকেট।
Leave a Reply