নিউজ ডেস্ক :
পাবনায় এক নারীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পরেও তা মামলা হিসেবে গ্রহণ না নিয়ে জিডি হিসেবে অর্ন্তভুক্ত করার অভিযোগ পাওয়া গেছে।
রহস্যজনক কারণে থানায় মামলা নেওয়া সম্ভব না জানিয়ে পুলিশ ভুক্তভোগি নারীকে আদালতে নারী নির্যাতন আইনে মামলা করার পরামর্শ দিয়েছে।
সংশ্লিষ্ট এজাহার সুত্রে জানা গেছে, পাবনা শহরের লস্করপুর বাইপাস রোডের হামিদা ক্লিনিকের পাশের আলতাফ হোসেনের মেয়ে অন্তরা আক্তার অঞ্জনার (২৮) এর সঙ্গে গত শনিবার (৪ জুন) একই এলাকার শফিউর রহমানের ছেলে রফিক (৩৫) এবং তার স্ত্রী শিলা খাতুনের (৩২) মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার পর পরই রফিক ও শিলা লাঠিসোঠা ও ধারালো অস্ত্র নিয়ে অন্তরা আক্তার অঞ্জনার বাড়ীতে হামলা করে ব্যাপক ভাংচুর ও তাকে বেদম মারপিট করে। এক পর্যায়ে বিবস্ত্র করে ফেলে। এ ঘটনায় সে গুরুতর আহত হয়। পরে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে তিনি এখন নিজ বাড়ীতে অবস্থান করছেন। গত ৫ জুন পাবনা থানায় এজাহার দেওয়া হলেও কয়েকদিন ঘুরিয়ে সেটিকে জিডি আকারে গ্রহণ করা হয়।
ভুক্তভোগি আলতাফ হোসেনের মেয়ে অন্তরা আক্তার অঞ্জনা (২৮) সাংবাদিকদের বলেন, গত ৫ জুন থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ মামলা না নিয়ে একটি জিডি টাইপ করে আমার স্বাক্ষর নেয় (জিডি নং ৫৬৪ তারিখ ০৮-০৬-২০২২) এবং একটি নম্বরসহ আমাকে দেয় এবং সেটি নিয়ে আদালতে নারী নির্যাতন আইনে মামলা করার পরামর্শ দেয়।
এ ব্যাপারে পাবনা সদর থানার ডিউটি অফিসার লাইলি খাতুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাদীর ইচ্ছা অনুযায়ী এ ঘটনায় পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
Leave a Reply