মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর জেলা প্রতিনিধি।
শেরপুরের ঝিনাইগাতী পাহাড়ি ঢলে পানিবন্দি মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছেন ছাত্রলীগের নেতা- কর্মিরা।
২০ জুন সোমবার সকাল থেকে উপজেলার দাড়িয়ারপাড়, কান্দুলী, চতল, কোনাগাও, নামাপাড়াসহ বিভিন্ন এলাকার পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরন করা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুরশিদুর রহমান আকন্দের নেতৃত্বে ত্রানসামগ্রী বিতরন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
কেন্দ্রীয় নির্বাহী সংসদের মোঃ শামীম মিয়া,শেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিতেন নাহিদ,শিক্ষা ও উপ পাঠচক্র সম্পাদক শাহিন মিয়াসহ জেলা ও উপজেলা ছাত্রলীগের অর্ধশতাধিক নেতা-কর্মী। শ্যালো ইঞ্জিন চালিত নৌকা যোগে পানিবন্দি মানুষের বাড়িবাড়ি গিয়ে চিড়ামুড়ি, গুড়, বোতলজাত পানি, মোমবাতি ও দিয়া সলাই বিতরন করা হয়। এসময় মুরশিদুর রহমান আকন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে বন্যা দুর্গত এলাকায় এসব ত্রান সামগ্রী বিতরন করা হচ্ছে।
Leave a Reply