বুলবুল হাসান বেড়া উপজেলা প্রতিনিধি :
পাবনা জেলার বেড়া উপজেলার নির্বাহী অফিসার মোঃ সবুর আলীর দিক নির্দেশনায় সোমবার ২০ জুন ১২ ঘটিকায় বনগ্রামে অমলিন ফুড প্রডাক্টস নামের কারখানায় সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ রিজু তামান্নার নেতৃত্বে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আসাদুজ্জামানের উপস্থিতে পুলিশের সার্বিক সহযোগিতায় ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই এর লাইসেন্স ছাড়াই শিশু খাদ্য পণ্য উৎপাদন করায় খাবারে ক্ষতিকর রঙ মেশানো খাবারে মাএারিক্ত কেমিক্যাল ব্যবহার করে খাদ্য পন্য উৎপাদন করার অপরাধে কারখানার মালিক দীপক হলদার ও দ্বিজেন্দ্র হলদার আপন দুই ভাই কে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ সময় নকল শিশু খাদ্য রবো আইস ললি পপ সস স্পিট নামক মোড়কে পানীয় পন্য সহ চানাচুর, মুড়ি ভাজা উৎপাদিত মানব দেহের জন্য ক্ষতিকর বিস্কুট পাউরুটি ও অন্যান্য খাদ্য সামগ্রী জনসম্মুক্ষে ধংস করে দেওয়া হয়। কারখানা টিকে বিএসটিআই `র লাইসেন্স গ্রহণের জন্য পরামর্শ প্রদান করা হয় সেই সাথে উৎপাদন বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না বলেন আমরা জানতে পারি অস্বাস্থ্যকর পরিবেশে নকল শিশু খাদ্য তৈরি সহ বিভিন্ন ভেজাল খাদ্যপণ্য তৈরি করে আসছিলো। যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।নিরাপদ খাদ্য সবার জন্য নিশ্চিত করতে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয় বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সবুর আলী বলেন অনুমোদনহীন শিশু খাবার তৈরি করণ বাজারজাত করণ ভেজাল পানীয় তৈরি করার অপরাধে তাদের এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
Leave a Reply