আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোশত ও কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। তাদের অধিকাংশ নারী ও শিশু। শনিবার (১৬ এপ্রিল) এই দুই প্রদেশে বিমান থেকে রকেট ও গোলাবর্ষণ করেছিল পাকিস্তানের সামরিক বাহিনী। খোশত প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক শাবির আহমাদ ওসমানি স্থানীয় সময় রবিবার (১৭ এপ্রিল) বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, পাকিস্তানের বিমান হামলায় ৪১ জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও পুরুষ। খোস্ত প্রদেশের দুরান্দ সীমার পার্শ্ববর্তী এলাকায় পাকিস্তানি হামলায় আরও ২২ জন আহত হয়েছেন। তবে একই প্রদেশের সৎ কাজে উৎসাহ ও অসৎ কাজে প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা নাজিবুল্লাহ নিহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করেছেন। তিনি এএফপিকে জানিয়েছেন, পাকিস্তানি বিমান হামলায় খোস্ত প্রদেশে ৪৮ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, একটি পরিবারেরই ২৪ জন সদস্য প্রাণ হারিয়েছেন।
খোশত প্রদেশের একটি গোত্রের নেতা জমশেদ জানিয়েছেন, পাকিস্তানি হামলায় ৪০ জনের বেশি আফগান প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, খোস্তে পাকিস্তানি হামলার পর আমি আহতদের রক্ত ও তাদের চিকিৎসা দেওয়ার জন্য গিয়েছিলাম। শনিবার আফগানিস্তানের কুনার প্রদেশেও হামলা করে পাকিস্তানের সামরিক বাহিনী। ওই প্রদেশের সরকারি সূত্র জানিয়েছে, পাকিস্তানের হামলায় ৫ জনের মৃত্যু হয়েছে।এদিকে আফগানিস্তানের সবচেয়ে বড় সংবাদ চ্যানেল তোলো নিউজ শিশুদের মরদেহের ছবি প্রকাশ করেছে। এসব শিশু পাকিস্তানের হামলায় নিহত বলে দাবি করেছে চ্যানেলটি। একই চ্যানেল খোস্তে পাকিস্তানের নিন্দা জানিয়ে শত শত মানুষের বিক্ষোভের চিত্র দেখিয়েছে। বিক্ষোভকারীদের পাকিস্তানবিরোধী স্লোগান দিতে দেখা গেছে।এদিকে হামলার বিষয়ে মন্তব্য করেনি পাকিস্তান সেনাবাহিনী, তবে রোববার আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবানের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।
Leave a Reply