সুমন খন্দকার, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর যমুনা পানি বৃদ্ধি অপরিবর্তিত রয়েছে। পাউবো সুত্রে জানাগেছে বুধবার (২২জুন) বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি বিপদ সীমার ৫৮সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ইসলামপুর উপজেলায় প্রায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে বন্যা কবলিত হওয়ায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে ১২ ইউনিয়ন ও পৌরসভাসহ বিভিন্ন এলাকা বন্যার পানিতে তলিয়ে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারসহ গো খাদ্যের সংকট দেখা দিয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানাগেছে,বন্যার পানি বৃদ্ধি অব্যাগত থাকায় উপজেলায় ৩’শ ৬০ হেক্টর জমির ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্তকর্তা মেহেদী হাসান টিটু জানান, এ পর্যন্ত ইসলামপুর উপজেলায় ৫০ মেঃ টন চাল নগদ ১ লাখ টাকা এবং ৮শ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ পেয়েছেন এমনি বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন।
সুমন খন্দকার
ইসলামপুর, জামালপুর।
২২.০৬.২২
Leave a Reply