বুলবুল হাসান, বেড়া উপজেলা প্রতিনিধি : পাবনা জেলার বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না, বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান দয়ের যৌথ অভিযানে থানার এস আই মোঃ আরিফুল ইসলাম ও এ এস আই মোঃ আনোয়ার হোসেন ফোর্স সহকারে ২৬ শে জুন রবিবার উপজেলার বনগ্রামে অভিযান পরিচালনা করা কালে তিন ব্যাক্তি কে গাঁজা সেবনের সময় যৌথ অভিযান দল তাদের কে আটক করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় ৩ জন কে গাঁজা সেবন রত অবস্থায় আটক করা হয়। আটক কৃত মোঃ মুস্তাকিম (২৬) মোঃআব্দুল করিম (২৫) মোঃ মনিরুল (২৪) এদের কে গাঁজা সেবনের অপরাধে প্রত্যেককে মোবাইল কোর্টের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ শত টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরো ৭ সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না বলেন মাদকের বিরুদ্ধে প্রশাসন সব সময় সোচ্চার। এ অভিযান অব্যাহত থাকবে।
বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ ( সদ্য যোগদান কৃত) মোঃ আসাদুজ্জামান বলেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এটা বাস্তবায়নে ও বেড়া কে মাদক মুক্ত রাখতে অভিযান চলমান থাকবে।
Leave a Reply