বুলবুল হাসান বেড়া (পাবনা) প্রতিনিধি : পাবনা জেলার বেড়া উপজেলার মির্জাপুরের বাসিন্দা মোঃ বাবলু শেখ (বাবু) পিতাঃ মোঃ আশারফুল (জব্বার শেখ) তাহার জমির ই নামজারির জন্য এক দালালের নিকট ঘুষ বাবদ বেশ কিছু টাকা প্রদান করেন। দালাল সেবাগ্রহীতা বাবুর জমির ই নামজারি কাজ না করে বেশ কিছুদিন যাবৎ হয়রানি করে আসছিলো । এতে ভুক্ত ভুগী ভুমি অফিসের কর্মকর্তা কে বিষয় টি অবগত করেন।বিষয় টি নিয়ে সহকারী কমিশিনার (ভূমি) এতে নড়ে চড়ে বসেন এবং দালালের নিকট থেকে টাকা উদ্ধার করতে সমর্থ হন। আজ বুধবার ২৯ শে জুন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সবুর আলীর উপস্থিতিতে দালালের নিকট হতে উদ্ধারকৃত টাকা ভুমি সেবা গ্রহীতা কে ফেরত দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন কর্মকর্তা সুবিধা ভোগী ব্যাক্তি সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এ সময় বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না বলেন জমির খারিজ ই নামজারি করতে সরকার নির্ধারিত ফ্রি-র অতিরিক্ত কোনো অর্থ লেনদেন করবেন না। আপনি যদি খারিজ করার জন্য কোন দালাল কে টাকা দিয়ে থাকেন তাহলে তথ্য দিয়ে সহযোগিতা করুন। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply