মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামা উপজেলার বিনোদন কেন্দ্র (আনন্দ ভুবন) এর ম্যানেজার মমিনুল ইসলাম যে মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছেন দিনাজপুরের খানসামা উপজেলার গণমাধ্যমকর্মীরা।
খানসামা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আজিজার রহমান ও সমাজকল্যাণ সম্পাদক জসিম উদ্দিন একটি প্রেসবিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান।
এ সময় তারা বলেন, বুধবার ২৯ জুন দুপুরে খানসামা উপজেলা প্রেসক্লাবে আনন্দ ভুবনের ম্যানেজার মমিনুল ইসলাম আমাদের বিরুদ্ধে যে সংবাদ সম্মেলন করেছেন, তা সম্পুর্ণ মিথ্যা, বাবোয়াট ও ভিত্তিহীন। যার কোন উপযুক্ত প্রমাণ নাই। উক্ত সংবাদ সম্মেলনে আমাদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রকৃত বৃত্তান্ত এই যে, গত ২৬ জুন আমরা আনন্দ ভুবনের প্রকৃত তথ্য অনুসন্ধানে আমরা ছদ্মবেশ ধারণ করে আনন্দ ভুবন প্রবেশ করি। সেখানে পার্কের নামে যে অনৈতিক, অসামাজিক কার্যকলাপ চলে সেই ভিডিও ফুটেজ গোপন ক্যামেরায় ধারণ করি এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি। সে সময় কর্তৃপক্ষ আমাদের বিভিন্ন প্রস্তাব দেন যাহা আমরা প্রত্যাখ্যান করি এবং উপজেলা নির্বাহী অফিসার ও থানা কর্মকর্তা এমনকি শাহ আবু হাসান টুটুল সঙ্গে কথা বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করি। আনন্দ ভুবন মুলত নিজের কুকর্ম ও কুকীর্তি আড়াল করার জন্য এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ সম্মেলন করেছেন আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
আমরা কখনোই তার কাছে থেকে কোনরুপ টাকা গ্রহণ করিনি। ২০ হাজার টাকা চাঁদা দাবি এক পর্যায়ে কর্মচারীদের সাথে তর্ক-বিতর্কে জড়িয়ে ৫ হাজার টাকা নিয়ে ক্ষুব্ধ হয়ে চলে আসি। এই কথাগুলো সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন হইতেছে। এমনকি তারা এ ঘটনার কোন উপযুক্ত প্রমাণ দেখাতে পারেননি।
আমরা দীর্ঘদিন ধরে অত্যান্ত সুনামের সাথে আমরা আমাদের দ্বায়িত্ব পালন করে আসছি। কিন্তু গত ২৬ জুন শুক্রবার ও শনিবার বিভিন্ন গণমাধ্যমে আনন্দ ভবন এর কুকর্ম ও কুকীর্তি প্রকাশিত হওয়ার কারণে তারা আমাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং আমাদের সুনাম ক্ষুন্ন করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা প্রসাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, এবং সেই সাথে সুষ্ঠু বিচারের জোর দাবি জানাচ্ছি।
Leave a Reply