-মনছুর আলম
শ্রমিক ভাইটি হাতুড়ি পিটিয়ে
পাথরে লিখেছে নাম
নায্য মূল্য দিয়েছি কী তারে
পাথরে গড়েছি ধাম।
কৃষক ভাইটি লাঙল খাটিয়ে
ফসলে লিখেছে নাম
উদর ভরিয়ে মুখটি ঘুরিয়ে
বলি ওরা ঘটিরাম।
টোকাই ছেলেটি বোতল কুড়িয়ে
বোতলে ভরিছে ঘাম
পিপাসা মিটায়ে বোতল পিটিয়ে
বলি কুকু কাম কাম।
মজুর ভাইটি কোমর খাটিয়ে
কপালে ঝরিয়ে ঘাম
উঁচুতলা বসিয়ে অংক কষিয়ে
দিচ্ছি শ্রমের দাম।
কুলি ভাইটি রোদে খাটিয়া
বৃষ্টিতে লিখেছে নাম
গগন ফাটিয়ে লড়াই করিয়া
শ্লোগান দিচ্ছে না বাম।
ভেদাভেদ ভুলি কাঁধে কাঁধ চলি
হদয়ে লিখি ঐ নাম
সোনার বাংলা গড়তে যাদের
দিবারাত্রি ঝরিছে ঘাম।
Leave a Reply