আব্দুল জব্বার
শখের বশে লিখি বলেই নইতো আমি কবি
কাঠপেন্সিলে আঁকি যেটা হয় না তো আর ছবি!
শব্দ দিয়ে বাক্য বানাই, বাক্য দিয়ে গল্প
ছন্দ দিয়ে অন্ত্য মিলাই একটু অল্প অল্প।
হাজার মনের ভাবনা নিয়ে কাহিনী সাজাই
সুখ-দুঃখের ছোঁয়া দিয়েই গল্পগুলো বানাই।
প্রেম-প্রীতি আর ভালোবাসা পাশাপাশি রেখে
দুঃখের কাঁটায় ভরে রাখা পথটা চলি দেখে।
লেখা নিয়ে স্বপ্ন দেখি, বেঁধেছি আশায় বুক
কল্পরাজ্যের রাজা হয়ে হাতরে পেয়েছি সুখ!
অবহেলা-ধিক্কার পেয়ে , পেয়েছি সম্মান
দিগন্তে দাঁড়িয়ে সূর্য দেখেছি হইনি ম্লান!
কত পথ হাঁটতে হয়েছে কত নদী-সাগর
তপ্ত মরু পার হয়েছি – কেঁপেছি থরথর!
বোধের টানে পথ চলেছি পাইনি কভু ভয়
দুঃখনামা রচিয়েছি তবু করেছি জয়!
অর্থ-সম্পদ চাইনি কভু- চাওয়া একটাই
মানুষের মাঝে মানুষ হয়ে বাঁচতে আমি চাই!
আকাশপানে চেয়ে থাকি, তাঁরই দয়ার আশায়
আগামী দিনের পথচলায়- রইলো ভীষণ দায়!
Leave a Reply