নিউজ ডেস্ব :
পাবনায় দুইদিন ব্যাপী সাহিত্য সম্মেলন বৃহস্পতিবার রাতে শেষ হয়েছে। সম্মেলনে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক কলামিষ্ট রণেশ মৈত্র, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর কামরুজ্জমানসহ দেড় শতাধিক কবি সাহিত্যিককে সম্মাননা প্রদান করা হয়।
জেলা শিল্পকলা মিলনায়তনে দুই দিন ব্যাপী সম্মেলনের শেষ দিনে বরেন্য কবি সাহিত্যিকদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।
সাংস্কৃতিক মন্ত্রনালয়ের সহযোগিতায় ও পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার পাবনায় দুইদিন ব্যাপী এই সাহিত্য সম্মেলন শুরু হয়।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার মো: মহিবুল ইসলাম খান বিপিএম (পদোন্নাতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি), পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিমুল ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) মাহফুজা পারভীন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান।
কবি সাহিত্যকদের পক্ষে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. এম আব্দুল আলীম।
পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, জেলা শিক্ষা অফিসার এসএম মোসলেম উদ্দিন, জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জরী খান সৌমি, দি ডেইলি অবজারভার প্রতিনিধি ড. নরেশ মধু, একুশে টেলিভিশনের রাজিউর রহমান রুমী, বাসসের রফিকুল ইসলাম সুইট, বাংলা টিভি ও অনলাইন পত্রিকা নতুন চোখ প্রকাশক এসএম আলম, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মির্জা একে শহীদুল ইসলাম, এটিএন নিউজ ও দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি রিজভী জয় প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। গত দুই দিনে জেলার ৯টি উপজেলার দেড় শতাধিক কবি সাহিত্যিক ও আবৃতিকারের হাতে ক্রেষ্ট তুলে দেওয়া হয়।
পরে কবিতা আবৃতি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply