আশিকুল ইসলাম মিথুন,চৌগাছা(যশোর)প্রতিনিধিঃ
যশোরের চৌগাছার ধুলিয়ানী ইউনিয়নের কুষ্টিয়া-ফতেপুর গ্রামের লিভার ক্যান্সার আক্রান্ত শিশু আরবির পরিবারের পাশে দাড়িয়েছে চৌগাছা উপজেলার কয়েকজন স্কাউট সদস্য।
শুক্রবার (১ জুলাই) দুপুরের উপজেলার স্কাউট এর সদস্যরা আরবির বাড়িতে গিয়ে আরবির মার হাতে ১৫০ কেজি চাল, ২৫ কেজি ডাল, মসলা ও কাঁচা বাজার এবং ৩০ হাজার টাকার একটি চেক প্রদান করেন।
গত রমজান মাসে ১৮ মাস বয়সী আরবির লিভার ক্যান্সার ধরা পড়ে। আরবির চিকিৎসা করাতে গিয়ে তার ভ্যানচালক পিতা একপ্রকার নিঃস্ব হয়ে যান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা তাদের বাড়িতে গিয়ে ১০ হাজার টাকা অর্থ সহায়তা করেন। বিষয়টি সামনে এলে উপজেলা স্কাউট ও রোভার স্কাউট সদস্য, বিভিন্ন স্থানে অর্থ সংগ্রহ হরে প্রায় ৩০ হাজার টাকা প্রস্তুত করেন। কিন্তু আরোবির পরিবারের হাতে টাকা তুলে দেবার আগেই গত ২৯ জুন আরোবি মৃত্যুবরণ করে। পরবর্তিতে সেই অর্থ শুক্রবার আরোবির পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগ নেতা এইচ এম ফিরোজ, চৌগাছা সরকারি কলেজ রোভার মেট আশিকুল ইসলাম মিথুন, চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, আমরাই আগামীর সভাপতি আজিমুর রহমান সোহান, এসো একসাথে হাসির সভাপতি মাহিন রাহুল, উপজেলা স্কাউট সদস্য সিয়াম, তানভীর, তামিম, নেহা, সোহা, তিশা, অহনা প্রমুখ।
Leave a Reply