এস এম-নুর
, পিরোজপুর প্রতিনিধি
নড়াইলে শিক্ষক হেনস্তা ও সাভারে শিক্ষক হত্যাকান্ডসহ সারাদেশে শিক্ষক নিপীড়নের প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, পিরোজপুর জেলা সংসদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।
আজ(শনিবার) সকালে জেলা ছাত্র ইউনিয়নের উদ্যোগে শহরের কৃষ্ণচূড়া মোড়ে প্রথমে ঘন্টাব্যাপী মানববন্ধন ও পরে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। এসময় একর্মসূচিতে সংহতি জানায় বাংলাদেশ শিক্ষক সমিতি,কমিউনিস্ট পার্টি,সাংবাদিক সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
জেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি শাহেদ মাহমুদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অনুপ সুতারের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন,ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য ইমন চৌধুরী,জেলা শিক্ষক সমিতি’র নেতা দিলীপ কুমার মিস্ত্রি,ছাত্র ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম,স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক রোদেলা প্রীতি,ইন্দুরকানী উপজেলা কমিটির আহবায়ক মোঃ রবিউল ইসলাম,শিক্ষক মিঠুন কুমার রাজ সহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, সাভারে শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে তার নিজের ছাত্র। পুলিশের উপস্থিতিতে নিজের প্রতিষ্ঠানেই গলায় জুতার মালা পড়ানো হলো নড়াইলের শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে। রাষ্ট্রীয় প্রশাসনের পাহারায় যখন শিক্ষককে হেনস্তা করার মতো ঘটনা ঘটে তখন আমরা এই রাষ্ট্রে কতটা নিরাপদ সেই প্রশ্ন করতে চাই। নড়াইলে শিক্ষক হেনস্তা ও সাভারে শিক্ষক হত্যাকান্ডসহ সারাদেশে শিক্ষক নিপীড়নের সাথে জড়িত দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
তারা আরো বলেন, একদল অসাধু গোষ্ঠী আছে যারা শিক্ষার্থীদের রাজনৈতিক স্বার্থে দীর্ঘদিন যাবত ব্যবহার করে আসছে। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা আজ শিক্ষার্থীদের সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছে। নিজ স্বার্থে কিছু ক্ষমতাসীন ব্যক্তিরা শিক্ষার্থীদের অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য ইমন চৌধুরী বলেন, অসম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণের জন্য যে দেশ ১৯৭১ সালে স্বাধীন করা হয়েছিল, সে দেশকে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দিচ্ছে এই সরকার। বর্তমান স্বৈরাচারী সরকারের একটি গোষ্ঠি পরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রদায়িকতার বীজ বপন করছে যা উৎখাত করার সময় এখনই। যা উৎখাত করতে দেশের সকল শিক্ষার্থী ও জনগণকে এগিয়ে আসতে হবে। ব্যক্তি স্বার্থ উদ্ধারে কেউ যেন ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে।
পিরোজপুর প্রতিনিধি।
Leave a Reply