এস আর সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে সততা ট্রেডার্স আমের গোডাউন প্রোঃ মোঃ মাহাবুব এখানে সর্ব প্রকার জুস বানানোর জন্যে ভেজাল যুক্ত আম পাওয়া যায় দেখার কেউ নেই । এই আম প্রান কোম্পানি এবং ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় । এই পোকা লাগা আমের জুস খেয়ে অনেক মানুষ অষুখ বিমুখ হয়ে মারা যায় । সততা ট্রেডার্স গোদাগাড়ী বোগদামারি আমের গোডাউনে প্রায় ৮০-৯০ % আমে পোকা এবং আম কাচা । সততা ট্রেডার্স এর মালিক মাহাবুব কে প্রশ্ন করি এই পোকা লাগা আম দিয়ে কি করেন আর এই পোকা লাগা আম কোথায় পাঠান মাহাবুব বলেন কিছু আম প্রান কোম্পানিতে পাঠাই আর বাকি গুলো ঢাকা সহ দেশের বিভিন্ন যায় গায় পাঠাই । মাহাবুবকে বলা হয় এই পোকালাগা আম অনেক জাইগাই পাঠাচ্ছেন এগুলোতো ক্ষতিকর অন্যায় আর পোকা লাগা আম দিয়ে জুস বানাচ্ছে এগুলো খেয়েতো ছোটো বড় সবার সমস্যা হবে তখন তিনি বলেন কোম্পানি নিচ্ছে আমরা দিচ্ছি আর কিছু না বলে সততা ট্রেডার্স এর মালিক মাহাবুব এড়িয়ে যান ।
পরবর্তীতে গোদাগাড়ী উপজেলার ইউ এন ও জানে আলমকে এই বিষয়ে জানানোর জন্যে ফোন করলে তিনি ফোন ধরেননি । আমরা গোদাগাড়ী উপজেলার সকল মানুষ জেলা প্রশাসক গোদাগাড়ী উপজেলার ইউ এন ও এবং গোদাগাড়ী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সততা ট্রেডার্স সহ সকল আমের আড়তে অভিজান চালানো হোক আর আমরা ভেজাল মুক্ত সব খাবার খেতে চায় । যারা পোকা লাগা আম বিক্রি করছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দেওয়া হোক ।
Leave a Reply