এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম হোসেন, বিপিএম(বার) ও আতিঃপুলিশ সুপার সনাতন চক্রবর্তী,(ডিএসবি) ও আসাদুজ্জামান সিনিয়র সহকারী পুলিশ সুপার,গোদাগাড়ী সার্কেলের নির্দেশনায় তানোর থানার আফিসার কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে তানোর থানাকে মাদক মুক্ত রাখতে বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে মাদকের বিরুদ্ধে অভিযানে।
পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের দিক
নির্দেশনায় ইং ০৪/০৭/২০২২ তারিখ তানোর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করিয়া CR- W/A মূলে ০৩(তিন) জন আসামী ১। মোঃ ইনসান আলী, পিতা-ভোলা মন্ডল, সাং-ভাতরন্দ, ২। মোঃ আব্দুর রাজ্জাক, পিতা-আবেদ আলী, সাং-রায়তান আকচা ৩। মোঃ নয়ন আলী, পিতা-আফসার আলী, সাং-সরনজাই মন্ডলপাড়া থানা-তানোর জেলা-রাজশাহী এবং GR- W/A মূলে ০১(এক) আসামী ১। মোঃ আবুল কালাম আজাদ, পিতা-আফজাল হোসেন, সাং-টেটনাপাড়া, থানা-তানোর জেলা-রাজশাহীদের গ্রেফতার করে। পৃথক আরেকটি অভিযানে নিয়মিত মামলার ০১ (এক) জন আসামী ১। মোঃ শাফিউল ইসলাম, পিতা-মোঃ জবেদ আলী, সাং-ঝিনাইখৈার, থানা-তানোর, জেলা-রাজশাহীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সর্ব মোট ০৫ (পাঁচ) জন আসামীকে অদ্য ইং ০৫/০৭/২০২২ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
Leave a Reply