রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সংঘর্ষের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে দেশে আসলে কোনো সরকার নেই।আজ বৃহস্পতিবার সকালে শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, এই সরকার সম্পূর্ণ ব্যর্থ সরকারে পরিণত হয়েছে এবং তারা রাষ্ট্রকেও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তাদের চোখের সামনে ঘণ্টার পর ঘণ্টা ধরে সংঘর্ষ হয়েছে দুটি পক্ষের মধ্যে সেটাকে তারা বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাদের কর্মকর্তারা বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছেন, তারা কোনো পক্ষ ছিল না নিরপেক্ষ ভূমিকা পালন করেছে।
সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল আরও বলেন, দেশে গণতন্ত্র ধ্বংস করাই সরকারের ভয়ঙ্কর অপরাধ। সরকার পরিকল্পিতভাবে দেশ থেকে গণতন্ত্র হরণ করেছে।ছাত্রদলের নতুন কমিটি সম্পর্কে বিএনপি মহাসচিবের বক্তব্য, গতিশীল সংগঠনে রূপ দিতে ভূমিকা রাখবে। নতুন কমিটির নেতৃত্বের মাধ্যমে ছাত্রদল গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে।
এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত সঠিক বলেননি। তাকে কোট করে কোনো কথা বলেনি বিএনপির প্রতিনিধি।
এর আগে গতকাল বুধবার (২০ এপ্রিল) রাজধানীতে এক অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার দাবি করেন, এক বৈঠক শেষে তাকে ভুলভাবে উদ্ধৃত করেছে বিএনপি। তিনি বলেন- বিএনপি নেতাদের সাথে তার সৌজন্য বৈঠক ছিল। এতে বাংলাদেশ ও জার্মানির দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়। পরে বিএনপির সিনিয়র একাধিক নেতা বৈঠকের বিষয়বস্তু বিশেষ করে মানবাধিকার, গণতন্ত্র নিয়ে জার্মান উদ্বিগ্ন- গণমাধ্যমে এমন মন্তব্য করেন।
Leave a Reply