ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ২০২২/২০২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার ১১ নং মোহম্মদপুর ইউনিয়নে হতদরিদ্রদের নামের তালিকা তৈরি করে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
আজ ৭ জুলাই বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ১১নং মোহাম্মদপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে কার্ডধারী হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়।
চাল বিতরণের উদ্বোধন করেন ১১নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন ও ট্যাগ অফসার মাহামুদ হোসেন
এ সময় ১৭ শ ৩৫ জন হত দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
১১ নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: সোহাগ বলেন,২০২২/২০২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সারা দেশের ন্যায় মোহম্মদপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ করার জন্য হতদরিদ্র মানুষের তালিকা তৈরি করা হয়। এরপর হতদরিদ্র মানুষদের মাঝে কার্ড দেওয়া হয়। কার্ডধারী প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া হয়। চাল বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত চাল বিতরণ কার্যক্রমে ১১ নং মোহম্মদপুর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, ইউপি সচিব আবদুল্লাহ আল ফয়সাল, নারী ইউপি সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতা, গণ্যমান্য ব্যক্তি, ট্যাগ অফিসার মাহামুদ হোসেন সহ গ্রাম্য পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply