বুলবুল হাসান বেড়া (পাবনা) প্রতিনিধি : বৃহস্পতিবার ৭ জুলাই বেড়া উপজেলার সহকারী কমিশনার ভুমি রিজু তামান্না ছদ্মবেশে যাত্রী সেজে কাজিরহাট বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে যাত্রীদের নিকট অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে সি এন জি চালক ও বাস চালক (মিন্টু) কে সর্বমোট চার হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতে হতে জানা যায় বেড়া উপজেলা নির্বাহী অফিসার সবুর আলীর নির্দেশনায় এবং বেড়া থানা পুলিশের সার্বিক সহযোগিতায় ঈদুল আজহার উৎসব-আনন্দ সামনে রেখে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে সড়কপথে গন্তব্যে পৌঁছতে পারে অতিরিক্ত ভাড়া গুনতে না হয় সেই উদ্দেশ্য কে সামনে রেখে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়কারী দের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ সময় বেড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি রিজু তামান্না জানান, ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ লাঘব করতে এ ধরনের অভিযান। জনস্বার্থে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।”
Leave a Reply