নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে গলায় ফাঁস দেয়াবস্থায় খোরশেদ আলী (৩০) নামে এক যুবকের ঝুলন্ত উদ্ধার করেছে পুলিশ ।
নিহত যুবক হলেন, গণেশপুর ইউনিয়নের গণেশপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।
সোমবার (১১ জুলাই ) সকাল ১০ টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের গণেশপুর মুন্সিপাড়ার পূর্বদিকে নিহতের বাড়ির পাশে একটি ইউক্যালিপ্টাসের গাছে ওই যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধারের চেষ্টা চলছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply