নিউজ ডেস্ক :
যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধ্বনি (৫২) নিজ বাসার পাশেই খুন হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের শংকরপুর চোপদারপাড়ায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা প্রকাশ্যে তার ওপর হামলা চালিয়ে হত্যা করে।
ধ্বনি বাড়ির পাশে আকবরের মোড়ের একটি চায়ের দোকানে বসেছিলেন। তিনি একই এলাকার ইয়াসিন হত্যা মামলার আসামি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর কথিত সোর্স একই এলাকার বাসিন্দা রায়হান, আকাশ ও রহিমসহ ৪-৫ জন সশস্ত্র সন্ত্রাসী রিকশায় এসে অতর্কিত হামলা চালায়। ধ্বনির জামার কলার ধরে টেনেহিঁচড়ে ধারাল ছুরি দিয়ে কয়েকটি আঘাত করে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) বেলাল হোসেন বলেন, খুনের ঘটনায় রায়হান নামে এক সন্ত্রাসীর নাম শোনা যাচ্ছে। পুলিশ তাকেসহ অন্যদের আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে। রায়হানকে আটকের পর হত্যার প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।
বিএনপি নেতারা বলছেন, শহরে একের পর এক হত্যার ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবির বলেন, দুর্বৃত্তদের ছুরির আঘাতে যুবদল নেতা বদিউজ্জামান ধ্বনির মৃত্যু হয়েছে। কারা কি কারণে তাকে হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। দুর্বৃত্তদের আটকের জন্যে পুলিশের কয়েকটি দল মাঠে রয়েছে।
যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক বলেন, প্রকাশ্যে দিনে-দুপুরে একজন রাজনৈতিক নেতাকে হত্যা করা আইনশৃঙ্খলা অবনতির শামিল। আইনশৃঙ্খলা ঠিক রাখার বিষয়ে পুলিশের আরও কঠোর ভূমিকা রাখা উচিৎ।
Leave a Reply