আন্তর্জাতিক ডেস্ক :
দেশ ছেড়ে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।
অর্থনৈতিক সংকট নিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে সামরিক বিমানে করে দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে (৭৩)।
গোটাবায়া রাজাপাকসে দেশ ত্যাগের মধ্যদিয়ে শ্রীলঙ্কায় একটি রাজপরিবারের অবসান ঘটলো। কয়েক দশক ধরে শ্রীলঙ্কা শাসন করেছে রাজাপাকসে পরিবার।
মঙ্গলবার (১২ জুলাই) স্থানীয় সময় রাত ৩টার দিকে তিনি দেশ ত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে ১৩ জুলাই দেশ ত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন গোটাবায়া রাজাপাকসে। বুধবার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
Leave a Reply