1. info@www.janatarkatha24.com : admin :
  2. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  3. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  4. wpapitest@config.com : wpapitest :
শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় নারী উদোক্তা নিহাল জান্নাতের কম্বল বিতরণ ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ত্রাস সৃষ্টিকারী ‘রামদা জ্যোতি গ্রেপ্তার’ শেরপুরে ৩০ বছরেও মানুষ- হাতি দ্বন্দ্ব নিরসনে গড়ে উঠেনি অভয়ারণ্য” বিপাকে পাহাড়ি গ্রামবাসীরা ঠাকুরগাঁওয়ে অবৈধ ইটভাটার আগুন নিভিয়ে ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ তানোরে ঘুষ নিয়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার অভিযোগ এলাকাবাসীর পক্ষ নিয়ে প্রশংসায় ভাঁসছেন ইউএনও খাইরুল ইসলাম বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ মহানগর এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পিরোজপুরে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ বেরোবিতে ময়মনসিংহ জেলার নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত দুর্গাপুরে শিশু ও নারীসহ ৯ জনকে কামড়ানো সেই শিয়ালকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী
শিরোনাম:
নওগাঁয় নারী উদোক্তা নিহাল জান্নাতের কম্বল বিতরণ ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ত্রাস সৃষ্টিকারী ‘রামদা জ্যোতি গ্রেপ্তার’ শেরপুরে ৩০ বছরেও মানুষ- হাতি দ্বন্দ্ব নিরসনে গড়ে উঠেনি অভয়ারণ্য” বিপাকে পাহাড়ি গ্রামবাসীরা ঠাকুরগাঁওয়ে অবৈধ ইটভাটার আগুন নিভিয়ে ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ তানোরে ঘুষ নিয়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার অভিযোগ এলাকাবাসীর পক্ষ নিয়ে প্রশংসায় ভাঁসছেন ইউএনও খাইরুল ইসলাম বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ মহানগর এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পিরোজপুরে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ বেরোবিতে ময়মনসিংহ জেলার নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত দুর্গাপুরে শিশু ও নারীসহ ৯ জনকে কামড়ানো সেই শিয়ালকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী

শিক্ষক নির্যাতনে প্রতিবাদ কম, দেশে শিক্ষক সমিতির অভাব নেই!

রিপোটারের নাম
  • প্রকাশিত : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

 

নিউজ ডেস্কঃ

বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দুশ’রও বেশি সমিতি আছে৷ শিক্ষকদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদ, দোষীদের আইনের আওতায় আনার বিষয়ে তারা কতটা তৎপর?
সব পর্যায়ের শিক্ষক নেতাদের সঙ্গে কথা বলে যে বিষয়গুলো স্পষ্ট হয়েছে, তা হলো- এই সমিতিগুলো দলীয় রাজনীতির কারণে বিভক্ত৷ নেতারা নানা স্বার্থ নিয়ে ঘোরেন৷ পদ,পদবি, পদোন্নতিসহ নানা বিষয় নিয়ে তারা ব্যস্ত থাকেন৷ তাই শিক্ষক সমিতিগুলো শিক্ষকদের বিষয় নিয়ে কাজ করার তেমন সময় পায়না৷
আরেকটি বিষয় হলো, প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষক নির্যাতনের শিকার হলে অন্য পর্যায়ের শিক্ষক নেতারা প্রতিবাদের ভারও প্রাথমিক শিক্ষকদের ওপরই ছেড়ে দেন৷ মাধ্যমিকের ক্ষেত্রেও অন্যরা একই রকম চিন্তা করেন৷ কোনো মাদ্রাসা শিক্ষক নির্যাতনের শিকার হলে বাকিদের তা নিয়ে তেমন আগ্রহই দেখা যায় না৷ তবে সবাইর কথা হলো, ‘‘শিক্ষা প্রতিষ্ঠানগুলো ম্যানেজিং কমিটি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের হাতে জিম্মি৷ তাদের ইচ্ছার বিরুদ্ধে গেলে চাকরিই তো থাকে না৷ তারপর প্রতিবাদী হলে তো আরো বিপদ৷’’
প্রাথমিক শিক্ষকদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি৷ সমিতির সভাপতি মো. আবুল কাশেম বলেন, ‘‘শিক্ষকদের ওপর কোনো অন্যায় হলে প্রতিবাদ হয়৷ কিন্তু সেই প্রতিবাদটা জোরালো নয়৷ এর কারণ শিক্ষকদের সব সংগঠন প্রতিবাদ করে না৷ শিক্ষক সে প্রাইমারি, হাইস্কুল বা মাদ্রাসা যে প্রতিষ্ঠানেরই শিক্ষক হোক না কেন, সে শিক্ষক৷ সেটাই তার পরিচয়৷ কিন্তু দেখা যায়, প্রাইমারির কোনো শিক্ষক নির্যাতনের শিকার হলে অন্যরা সেটা নিয়ে কথা বলে না৷ মাদ্রাসা শিক্ষক লাঞ্ছিত হলে অন্যরা মনে করেন, সে তো মাদ্রাসা শিক্ষক৷ আমাদের জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কোনো সময় প্রতিবাদ করতে দেখি না৷ সবাই মিলে প্রতিবাদ করলে এই পরিস্থিতি হতো না৷’’
তিনি মনে করেন, এখন শিক্ষকদের যে দুইশরও বেশি সংগঠন আছে, সেগুলোর মধ্যে অনেকগুলো ব্যক্তি ও গোষ্ঠী ও রাজনৈতিক স্বার্থে কাজ করে৷

মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সংগঠন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ বোরহান উদ্দিন বলেন, ‘‘শিক্ষকরা যে কার্যকর প্রতিবাদ করছেন না, এটা অস্বীকার করার উপায় নেই৷ কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এখন ম্যানেজিং কমিটির হাতে জিম্মি৷ কমিটিগুলো দলীয় নেতা এবং এমন লোকের হাতে চলে গেছে, যাদের সুশিক্ষিত বলা যাবে না৷ তাদের পেশি শক্তি, রাজনৈতি শক্তি সবই আছে৷ ফলে তাদের ইচ্ছার বিরুদ্ধে শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা যেতে পারেন না৷ নড়াইলে পুলিশ ও প্রশাসনের সামনেই শিক্ষকের গলায় জুতার মালা পরানো হলো৷ তারা কোনো ব্যবস্থা নিলেন না৷ তাদের ছত্রচ্ছায়ায়ই ঘটনা ঘটলো৷ এতেই বোঝা যায়, প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা শিক্ষকদের কী চোখে দেখেন৷’’
তার কথা, ‘‘রাষ্ট্রীয়ভাবেও শিক্ষকরা অবহেলিত ও বৈষম্যের শিকার৷ তারই প্রতিফলন এখন আমরা স্থানীয় পর্যায়ে দেখতে পাচ্ছি৷”
বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম রনি বলেন, ‘‘ম্যানেজিং কমিটির কারণে আমি নিজেও ক্ষতিগ্রস্ত৷ আমাকে আমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরিয়ে দেয়া হয়েছে৷ ম্যানেজিং কমিটি খড়গের মতো৷ শিক্ষক শ্যামল কান্তিকে কান ধরে উঠবস করানো হয়েছে একজন প্রভাবশালী সংসদ সদস্যের সামনে৷ ভয়ে শিক্ষকরা প্রতিবাদ করতে পারেনি৷ আশুলিয়ায় নিহত শিক্ষককে হত্যার উদ্দেশ্যে যখন পিটানো হয়, তখন আরেকজন শিক্ষক ওই ছাত্রকে জাপটে ধরেছিল৷ কিন্তু ম্যানেজিং কমিটির সভাপতিসহ আরো অনেকে তার আত্মীয় হওয়ায় তাকে ছেড়ে দিতে বাধ্য হয়৷”
তবে শিক্ষকের মর্যাদাহানির ঘটনায় সমিতিগুলোর খুব বেশি প্রতিবাদমুখর না হওয়ার কারণ হিসেবে রাজনীতিকেও দুষেছেন তিনি, ‘‘শিক্ষকরাও এখন দলীয়ভাবে বিভক্ত৷ অনেক সমিতিই আছে যারা দলীয় স্লোগান দিয়ে ব্যক্তি এবং গোষ্ঠীর স্বার্থে কাজ করে৷ শিক্ষক নেতারা যদি রাজনীতি করেন, দলীয় স্লোগান দেন, দালালি করেন, তাহলে তো তাদের নৈতিক অবস্থান এমনিতেই দুর্বল হয়ে যায়৷’’
আশুলিয়ায় শিক্ষক নিহত হওয়ার পর এই সংগঠনের নেতারা কেউ সেখানে যাননি বা নিহত শিক্ষক উৎপল সরকারের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেননি৷ তারা নড়াইলেও যাননি৷ এ প্রসঙ্গে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম রনি বলেন, ‘‘শ্যামল কান্তিসহ অন্য শিক্ষক নির্যাতনের ঘটনায় আমরা গিয়ে প্রতিবাদ জানিয়েছি৷ তবে পুলিশ বা প্রশাসন আমাদের প্রতিবাদকে তেমন গুরুত্ব দেয় না, আমলে নেয় না৷ তারা প্রভাবশালীদের কথায় কাজ করে৷’’
মাদ্রাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদারেসিনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা সাব্বির আহমেদ মমতাজি মনে করেন, ‘‘শিক্ষকদের মূল কাজ ছাত্রদের পড়াশোনা করানো৷ সমাজ ও রাষ্ট্র গঠনে তাদের ভূমিকা গুরত্বপূর্ণ৷ কেউ কেউ এই মূল কাজ বাদ দিয়ে ব্যক্তি স্বার্থে নানা সমিতি করে, রাজনীতি করে৷ এটা ঠিক না৷ শিক্ষক নির্যাতনের প্রতিবাদ যে হয়না তা নয়৷ তবে যত সমিতি তত প্রতিবাদ দেখি না৷”
শিক্ষকদের সবচেয়ে প্রভাবশালী সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভুঁইয়ার কাছে প্রশ্ন ছিল, ‘‘আশুলিয়ায় শিক্ষক নিহত হওয়ার পর আপনারা কী করেছেন?’’ জবাবে তিনি বলেছেন, ‘‘আমরা একটি স্টেটমেন্ট দিয়েছি৷”
শিক্ষক সংগঠনগুলো বাস্তবে এখন বিবৃতি এবং ফেসবুক প্রতিবাদেই সীমাবদ্ধ হয়ে পড়েছে৷ শিক্ষক নেতারা এজন্য সামাজিক অবক্ষয় এবং রাষ্ট্রের উদাসীনতাকে দায়ী করেন৷
অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া বলেন, ‘‘শিক্ষক শ্যামল কান্তিকে কান ধরে উঠবস করিয়েছেন একজন সংসদ সদস্য৷ তার কোনো বিচার হয়নি৷ ফলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে৷ একজন শিক্ষককে লাঞ্ছনাকারী যতই প্রভাবশালী হোক, রাষ্ট্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না?”
অনেক শিক্ষক সমিতি, তবু শিক্ষক নির্যাতনে প্রতিবাদ কম

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD