নিউজ ডেস্ক :
পাবনার কৃতি সন্তান, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও নবনিযুক্ত রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম বিপ্লব বলেছেন, পাবনার উন্নয়নের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আধুনিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকারের অঙ্গীকার বাস্তবায়নে জনপ্রশাসন বদ্ধপরিকর।
বৈশ্ববিক পরিস্থিতি মোকাবেলা বাংলাদেশের অগ্রযাত্রা ধরে রাখতে, এবং জনগণের কাছে এর সুফল পৌঁছে দিতে রংপুর বিভাগীয় কমিশনার হিসেবে অর্পিত দায়িত্ব পালনে নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান তিনি।
শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ সব কথা বলেন। পাবনা শহরের কৃষ্ণপুরের একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত ভাষা সংগ্রামী, মুক্তিযোদ্ধা প্রয়াত আমিনুল ইসলাম বাদশার একমাত্র পুত্র সাবিরুল বলেন, পাবনার মানুষ হিসেবে ঐতিহ্যবাহী এ জেলাকে সামনে এগিয়ে নিতে চেষ্টা করে যাবেন তিনি। বর্তমান আর্থ সামাজিক বাস্তবতায় অন্যান্য অঞ্চলের তুলনায় পাবনা কিছুটা পিছিয়ে পড়েছে। এই মূহুর্তে পাবনায় সবচেয়ে বেশি প্রয়োজন বিনিয়োগ বিকাশ।
এ ক্ষেত্রে সম্ভাবনাকে কাজে লাগাতে পাবনার সকল জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মীদের সুনির্দিষ্ট পরিকল্পনায় একসাথে কাজ করতে হবে।
এর আগে, রংপুর বিভাগীয় কমিশনার নিযুক্ত হওয়ায় সাবিরুল ইসলামকে ফুলেল সংবর্ধনা প্রদান করেন পাবনাবাসী পেশাজীবীরা।
এ সময় অন্যান্যের মধ্যে পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, আইনজীবী শাওন রিজভী, আওয়ামীলীগ নেতা লিয়াকত আলী, কামরুজ্জামান রকি, সাংবাদিক আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম সুইট, রিজভী জয়, ইমরোজ খোন্দকার বাপ্পি, মিজানুর রহমান, ফাহিমুল কবির খান শান্তু উপস্থিত ছিলেন।
পরে সাবিরুল ইসলাম জাতির পিতার সমাধি সৌধে পরিদর্শন বইতে মন্তব্য করেন।
Leave a Reply