সাব্বির আহমেদ হৃদয়
পাবনা জেলা প্রতিনিধ
পাবনার চাটমোহর উপজেলা ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী উচ্চ বিদ্যালয় এ অনুষ্ঠিত হলো অভিভাবক সদস্য নির্বাচন।
উক্ত নির্বাচনে ( ২৮৩) ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন মোঃ আব্দুল মমিন। দ্বিতীয় স্থান (২২০) মোঃ কাউসার আলী। তৃতীয় স্থান (২০৩) মোঃ ফারুক হোসেন। চতুর্থ স্থান (১৯৯) মোঃ সামসুল হক।এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হন মোছা: নাজমা খাতুন।
উক্ত নির্বাচন পরিচালনা করেন, বোয়ালমারী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত )প্রধান শিক্ষক এস এম ইশারত আলী।
তিনি বলেন, এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। এবং আনন্দমুখর পরিবেশে সকল ভোটার গণ ভোট প্রদান করেছেন।
উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন , উপজেলা শিক্ষা অফিসার, খন্দকার মোঃ মাহাবুবুল আলম।
এবং সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, এ ,টি,ও আনোয়ার হোসেন। এ,টি,ও মোঃ কামরুল ইসলাম। এ,টি, ও মোঃ ফরিদুল ইসলাম। উপজেলা শিক্ষা অফিসার।
পলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, মোঃ আব্দুর রাজ্জাক সহকারী শিক্ষক ,বেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মো: আতিকুর রহমান, দোলং সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মো: রাশিদুল ইসলাম, অফিস সহকারী উপজেলা শিক্ষা অফিস।
উক্ত নির্বাচনে প্রশাসনিক দায়িত্ব পালন করেন, চাটমোহর থানার ডি,এস,বি মো: মতিউর রহমান।
এস আই মুস্তাফিজুর রহমান। ও তাদের টিম।
ডি, এস, বি, মোঃ মতিউর রহমান বলেন, অবাধ সুষ্ঠ নির্বাচন পরিচালনা হয়েছে। এই নির্বাচনে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।
Leave a Reply