নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী-নওগাঁ মহাসড়কে যানবাহন চলাচল অনুপযোগী ও প্রয়োজনের তুলনায় অপ্রতুল হয়ে পড়ায় বিদ্যমান রাস্তা চার লেনে উন্নীতকরণের কাজ শুরু হয় ২০১৭ সালে। তবে রাজশাহী থেকে শাহমখদুম বিমানবন্দর পর্যন্ত ১০ কি.মি রাস্তার কাজ যেন একেবারেই স্থবির হয়ে পড়েছে আর তাতেই মহাবিপদে পড়েছে স্থানীয় বাসিন্দারা।
রাস্তার বর্তমান হাল এমন পর্যায়ে দাঁড়িয়েছে যা দেখে মনে হতে পারে আপনি কোন মরুভূমির বালু ঝড়ের কবলে পড়েছেন।
দুই থেকে তিন ফুট দূরের রাস্তা দেখতেই চালকদের হিমশিম খেতে হচ্ছে যার ফলে বাড়ছে দূর্ঘটনার আশঙ্কা।
বিমানবন্দর সংলগ্ন তকিপুর এলাকার আলামিন (২৫) নামের একজন স্থানীয় বাসিন্দা জানান যে, ধুলোবালির মাত্রা এত পরিমাণে বেড়েছে যে রাস্তা তো দূরের কথা নিজের ঘরের মধ্যে টেকাই দুস্কর হয়ে যাচ্ছে।
এই উন্নয়ন প্রকল্প কাজে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন যে, করোনা মহামারীর কারনে গত দুই বছরে কাজের গতি অনেকাংশে কমেছে। তবে খুব শীঘ্রই রাস্তার কাজ শেষ হবে বলে মনে করছেন তারা। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা আরও জানান যে, রাস্তার কাজে সামান্য ধুলোবালির সৃষ্টি হতে পারে তবে ধুলোবালি কমানোর জন্য প্রতিনিয়ত পানির ট্যাঙ্কার দিয়ে পানি ছিটানো হচ্ছে। প্রচন্ড গরমের কারনে ধুলোবালির পরিমান দ্বিগুন হারে বেড়েছে বলে জানান উর্ধতন কর্তৃপক্ষ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দ্রুত এই সমস্যার সমাধান না করা হলে এই শিক্ষা নগরীর মানুষেরা পড়বে চরম স্বাস্থ্য ঝুঁকিতে।
Leave a Reply