নিউজ ডেস্ক :
নরসিংদীর শিবপুরে স্ত্রীর ধারালো সাবলের আঘাতে স্বামীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ জুলাই) সকালে শিবপুর উপজেলার খড়িয়া গ্রামে নিজ বসত ঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মোফাজ্জল প্রধান (৪০) খড়িয়া গ্রামের ওয়াজউদ্দিন প্রধানের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী ঝুনু বেগম নিজে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে মোফজ্জল তার স্ত্রী ঝুনুর কাছে টাকা চায়। স্ত্রী টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া শুরু হয়। পরে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে মোফজ্জল সাবল নিয়ে ঝুনুর উপর আক্রমণ করে। এসময় ঝুনু নিজেকে রক্ষা করতে তার কাছ থেকে সাবল ছিনিয়ে নেয় এবং হাতাহাতির এক পর্যায়ে সেই সাবল দিয়ে মোফাজ্জলের পেটে আঘাত করে ঝুনু। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্ত্রী ঝুনু বেগম সারারাত স্বামীর লাশসহ ঘরেই অবস্থান করে বলে জানায় পুলিশ। পরে শুক্রবার সকালে থানায় গিয়ে আত্মসমর্পণ করে পুলিশের কাছে ঘটনার বিবরণ দেয় সে। এরপর পুলিশ বাড়ি থেকে মোফাজ্জলের লাশ উদ্ধার করে এবং ঝুনুকে আটক করে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply