মল্লিকা পারভীন
মনের আকাশে যখন কালো মেঘের ঘনঘটা
দুর আকাশ পানে চেয়ে রই
নীল, সাদা রঙে মেঘ গুলো ভেসে বেড়ায়
আকাশের কোলে
আমাকে মুগ্ধতায় ভরে তোলে
মেঘের সাথে মিতালী করি মেঘ বালিকা সেজে
সব রঙে ভেসে বেড়াও কত রূপের সমারোহে
ভালোবাসতে ইচ্ছে করে আকাশ বাতাস জুড়ে
মনোহর মেঘ গুলোকে সাথী করে।
আমার মন আকাশে জোয়ার উঠে তোমায় দেখে
ভালোবাসতে ইচ্ছে করে ঠিক এমনি করে
মেঘ বালিকার সাদা ধবধবে শাড়ির স্বচ্ছতায়
নীল রঙের আবিরে ঢাকা তোমার পরশের ছোঁয়ায়
লুটে পড়ি মায়া ভরা বুকের মাঝখানে
ভালোবাসার স্মৃতিময় সেই ফেলে আসা পথ গুলো
মাঝে মাঝে আমায় দেয় নাড়া
প্রকৃতির অপরুপ সৌন্দর্যে আমি হয়ে যাই দিশেহারা।
অশেষ কৃতজ্ঞতা রইল জনতার কথা ২৪ পত্রিকার প্রতি।। শুভ কামনা রইল।।