নাটোর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী আলহাজ্ব জুনাইদ আহমেদ পলক এমপি।
শনিবার (২৩ জুলাই) ফেসবুকে এক শোকবার্তায় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন,
জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
ফজলে রাব্বী মিয়া ছিলেন গণমানুষের নেতা, নিবেদিত প্রাণ রাজনীতিবিদ ও বিজ্ঞ পার্লামেন্টারিয়ান।
সংসদ পরিচালনায় মরহুম ফজলে রাব্বী মিয়ার দক্ষতা ও অভিজ্ঞতা এবং সংসদীয় গণতন্ত্রের চর্চা ও বিকাশে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে সবসময় স্মরণ করবে।
আমি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
মহান আল্লাহতালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমীন
আমি এই মহান নেতার রুহের মাগফিরাত কামনা করছি । পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
প্রসঙ্গতঃ-শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত ২টায় (নিউইয়র্ক সময় বিকেল ৪টা) যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেপুটি স্পীকার বীর মুক্তিযোদ্ধা ফজলে রাব্বিু মিয়া তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
Leave a Reply