ওবায়দুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধি।
মাগুরা সদর উপজেলা গোপালগ্রাম ইউপির বাহারবাগে আজ বৃহস্পতিবার ভোরে দ্বিতীয় দফা সংঘর্ষে শতশত ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এর আগে বুধবার ০২/০৮/২২তারিখ গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান নাজমুল হাসান রাজিব গ্রুপ ও বর্তমান চেয়ারম্যান নাসিরুল ইসলাম মিলন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এলাকাবাসী সূত্রে জানাযায়, ঘুল্লিয়া বাজার থেকে মিলন গ্রুপের আমিনুর বাড়ীতে ফেরারা সময় রাজিব গ্রুপের কয়েকজনে সাথে বাকবিতন্ডা হয়, এর এক পর্যায়ে তাদের মাঝে হাতাহাতি হয়।
এ ঘটনা গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ঢাল, শড়কি,রমদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় কমপক্ষে ২০জন আহত হয়। আহতদের মাগুরা মেডিকেল কলেজ হাঁসপাতাল সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা দেওয়া হয়,তখন ২৫টি বাড়ীতে ভাংচুর চালানো হয়।এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকাল থেকে উভয় পক্ষই সংঘবদ্ধ হয়ে ধাওয়া পাল্টা ধাওয়া করে ৩০০ শতাধিক ঘরে ভাংচুর চলায়,ঐ গ্রামের মুষ্টিমেয় দুই একটি বাড়ী ছাড়া সব বাড়ীতে ভাংচুর করা হয়েছে। এসময় উভয়পক্ষের আরো ৩০ জনের মত আহত হয়।
গোপালগ্রাম ইউপির ৪ নং ওর্য়াডের মেম্বার আবুল কালাম আজাদ বলেন,প্রথমে পার্শ্ববর্তী বৈরঈল পলিতা ইউপির চেয়ারম্যানের বংশের লোকজন ও আমুড়িয়া ইউপির লোকজন সাবেক চেয়ারম্যান রাজিবের পক্ষে এসে ফজরের আজানের আগে অতর্কিত হামলা চালিয়ে আমাদের লোকজনের ঘর ভাংচুর করে। সর্বশেষ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে,মানুষ লুটপাট ও ভাংচুরের আতঙ্কে তাদের মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছে। এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জনাব মোঃ নাসির উদ্দিন বলেন, নতুন করে সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply