নিউজ ডেস্ক :
জান্নাতুলের জজ হওয়ার স্বপ্ন কেড়ে নিচ্ছে ওভারিয়ান ক্যান্সার ” শিরোনামে” গত ১৪ ই জুন জনতার কথা ২৪. কমে সংবাদ প্রচার করা হয়।
সংবাদ প্রকাশ করার পর সাহায্যের হাত বাড়ায় সাঁথিয়া ফাউন্ডেশন। গত বুধবার সাঁথিয়া ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে আর্থিক সহায়তা তুলে দেন সাঁথিয়া ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হক খান, সাধারন সম্পাদক ডাঃ মনসুরুল ইসলাম এবং সদস্য আঃ লতিফ।
এছাড়া পাকুরিয়া গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব খান ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন জান্নাতুলের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
জান্নাতুল ফেরদৌস (১৪) সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের ইকরজানা গ্রামের চা বিক্রেতা জয়নাল আবেদীন ও গৃহিণী চায়না বেগম দম্পতির ১ম সন্তান।
সে গৌরীগ্রাম সাউথ এশিয়ান বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রি। ওভারিন ক্যান্সারে আক্রান্ত জান্নাতুল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ জুলেখা খাতুনের অধীনে চিকিৎসাধীন। রাজশাহী পপুলার ডায়াগনস্টিক সেন্টারে জান্নাতুলকে ২ বার কেমোথেরাপি দেওয়া হয়েছে। আরও কেমোথেরাপি দিতে হবে।
গণমাধ্যম সংবাদ প্রকাশের পর থেকে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কিন্তু জান্নাতুলের চিকিৎসায় আরও টাকার প্রয়োজন।
জান্নাতুল জানায় সবাই তাকে সহযোগিতা করায় নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। তাকে নিয়ে তার বাবার চিন্তাও কিছুটা কমেছে। সে দ্রুত সুস্থ হয়ে উঠতে সবার কাছে দোয়া চেয়েছে।
জান্নাতুলের বাবা বলেন যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু জান্নাতুলের চিকিৎসায় আরও টাকা প্রয়োজন। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে সে সুস্থ হয়ে লেখাপড়া করতে পারবে।
জান্নাতুলকে সহায়তা করতে ইসলামী ব্যাংক (এজেন্ট ব্যাংক) হিসাব নম্বর: ২০৫০৭৭৭০২০৬৯৮৭৩৮২
গৌরীগ্রাম শাখা, সাঁথিয়া, পাবনা যোগাযোগের জন্য অনুরোধ জানান তিনি।
গত মে মাসে হঠাৎ করে জান্নাতুলের পেটের ব্যাথা হলে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরীক্ষার পর জানা যায় তার ওভারিয়ান টিউমার হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজে অপারেশন করা হলে তার অবস্হার আরও অবনতি হলে ঢাকায় বিশেষজ্ঞ গাইনি ডাক্তার দেখানো হয়। চিকিৎসক জানান তার ওভারিয়ান ক্যান্সার হয়েছে।
Leave a Reply