বুলবুল হাসান,বেড়া পাবনা প্রতিনিধি :
পাবনার বেড়ায় নানা কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়া সংগঠক মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে বেড়া উপজেলা প্রশাসন।
শুক্রবার (৫ ই জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মসূচির শুরুতেই শেখ কামালের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয় পরে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল, বনজ ও ঔষধি জাতের বিভিন্ন প্রকারের বৃক্ষের চারা রোপণ ও বিতরণের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সবুর আলীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিজু তামান্না, উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল হক বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মেজবাহ মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার বেড়া সার্কেল কল্লোল কুমার দত্ত, বেড়া মডেল থানার (ওসি) মোঃ আসাদুজ্জামান, আমিনপুর থানার (ওসি) মোঃ রওশন আলী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, মসজিদের ইমাম, উপজেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।এ সময় শেখ কামালের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিজু তামান্না বলেন মুক্তিযোদ্ধা শেখ কামাল অনন্য সৃষ্টিশীল প্রতিভার অধিকারী ছিলেন। ছাত্র জীবন থেকেই ক্রীড়াঙ্গন, শিল্প-সংস্কৃতি, রাজনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছিলেন। ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলায় অনেক উৎসাহ ছিল তাঁর। তিনি উপমহাদেশের অন্যতম সেরা ক্রীড়া সংগঠন বাংলাদেশ আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন।
এ সময় শেখ কামালের কর্মময় বর্ণাঢ্য জীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ সবুর আলী বলেন ৭১-এর মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করেন শেখ কামাল। তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। শেখ কামাল ছিলেন একজন তরুণ সংগঠক। মাত্র ২৬ বছর বয়সে তাঁকেও ঘাতকেরা হত্যা করে ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে।
Leave a Reply